মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে আদালতে হট্টগোল : আইনজীবীকে কুপিয়ে হত্যা   
নুনেজকে ৫ ম্যাচের জন্য বরখাস্ত করলো কনমেবল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন

উরুগুয়ের ফরোয়ার্ড ডারউইন নুনেজকে ৫ ম্যাচের জন্য বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার লিভারপুলের তারকাকে এই শাস্তি দিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা- কনমেবল। সর্বশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার দর্শকদের সঙ্গে মারামারিতে জড়ানোর কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়।

শুধু নুনেজ একা নয়, এই অপরাধের বেশি পরিমাণে জড়িত থাকার কারণে শাস্তির আওতায় আনা হয়েছে উরুগুয়ের আরও চার ফুটবলারকে।

আগামী ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ে, ভেনিজুয়েলা, পেরু ও ইকুয়েডরের বিপক্ষে খেলতে পারবেন না নুনেজ।

ম্যাচে নিষেধাজ্ঞার সঙ্গে নুনেজকে জরিমানাও করেছে কনমেবল। ২০ হাজার ডলার জরিমানা দিতে হবে তাকে।

এই শাস্তি নুনেজকে ঘরোয়া ফুটবল থেকে নিবৃত্তি করবে না। যে কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জার্সিতে খেলতে বাধা নেই নুনেজের।

সেদিন নুনেজের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন সতীর্থ রদ্রিগো বেনটানকারও। তাকে চার ম্যাচের জন্য বরখাস্ত করা হয়েছে। এছাড়া জরিমানা করা হয়েছে ১৬ হাজার ডলার।

একই অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন ম্যাচের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে হোস মারিয়া গুমেনেজ, মাথিয়াস অলিভেরা ও রোনাল্ড আরাওহোকে। এই তিনজনকে ১২ হাজার ডলার করে জরিমানা গুনতে হবে।

গেল ১০ জুলাই কোপার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে। নর্থ ক্যারোলিনাতে হওয়া ওই ম্যাচে গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার দর্শকদের সঙ্গে মারামারিতে জড়ান উরুগুয়ের ফুটবলাররা। এই ঘটনার তদন্তে উরুগুয়ের খেলোয়াড়দের অপরাধের প্রমাণ পায় কনমেবল।

সেই ঘটনার ভিডিওতে দেখা যায়, কলম্বিয়ার দর্শকদের দিকে চেয়ার ছুড়ে মারছেন নুনেজ।

ঘটনার সঙ্গে তেমন জড়িত ছিলেন না- এমন ছয় ফুটবলারকে পাঁচ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। এসব ফুটবলাররা হলেন- মাথিয়াস ভিনা, সেবেস্টিয়ান কেসেরেস, ব্রায়ান রড্রিগেজ, এমিলিয়ানোর মার্টিনেজ, সান্তিয়াগো মেলে ও ফাকুন্দো পেলিস্ট্রি।

শুধু ফুটবলার নয়, উরুগুয়ের ফুটবল ফেডারেশনকেও শাস্তি দিয়েছে কনমেবল। দেশটির ফুুটবল নিয়ন্ত্রক সংস্থাকে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, উরুগুয়ে ফেডারেশনের এক কর্মকর্তা দর্শকদের দিকে বোতল ছুড়ে মারছেন। তাকে কনমেবলের যেকোনো প্রতিযোগিতামূলক আসর থেকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ওই ঘটনার পরপর উরুগুয়ের হেড কোচ মার্সেলো বিয়েলসা দাবি করেছিলেন, খেলোয়াড়রা তাদের পরিবারের সদস্যের বাঁচাতে মারামারিতে জড়িয়ে ছিলেন।

তিনি বলেছিলেন, ‘একমাত্র জিনিস আমি আপনাকে বলতে পারি যে খেলোয়াড়রা অন্য মানুষের মতোই প্রতিক্রিয়া দেখিয়েছিল। আপনি যদি ঘটনাটির শুরু থেকে দেখেন, তাহলে দেখবেন দাঙ্গা থেকে সরে আসার একটি প্রক্রিয়া ছিল। এর থেকে বেঁচে থাকার সুযোগ ছিল। তবে সেগুলো ব্যর্থ হয়েছে। আপনি দেখবেন, সেখানে আপনার স্ত্রী, মা এবং শিশুর উপর হামলা হচ্ছে। আপনি কি মনে করেন, যারা নিজেদের রক্ষা করার জন্য ব্যস্ত, খেলোয়াড়রা তাদের উপর আক্রমণ করবে?’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft