প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৭:২৮ অপরাহ্ন
হঠাৎ করেই পাসপোর্ট আবেদনকারীদের হিড়িক পড়েছে গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে।
পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসের শুরু থেকে পাসপোর্ট আবেদনকারীর সংখ্যা বেড়ে গেছে। আবেদনকারীদের বেশিরভাগই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোক। ভ্রমণ, চিকিৎসা, বেড়ানো বা তীর্থযাত্রার প্রয়োজনে বিদেশে যাওয়ার জন্য অধিকাংশরা পাসপোর্টের আবেদন করছেন। গড়ে প্রতিদিন তিন শতাধিক মানুষের আবেদন গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে জমা পড়ছে।
এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য গোপালগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নুরুল হুদার সাথে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অপর প্রান্ত থেকে সাড়া দেননি।
কয়েকজন আবেদনকারীর সাথে আলাপ করা হলে তারা জানান, ভারতসহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করতে এসেছেন তারা। কেউ কেউ পুরাতন পাসপোর্ট পাল্টে ই-পাসপোর্ট করতে আবার কেউ কেউ শুধুমাত্র নবায়নের জন্য এসেছেন।