প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৬:৩০ অপরাহ্ন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওহিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারজিন আক্তার তনু ও তার স্বামীর আল আমিন সরকার স্বপন কর্তৃক নির্যাতন ও মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আপন ভাতিজা ভুক্তভোগী মোঃ জুবায়ের।
আজ সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় ভুক্তভোগী জুবায়ের তার নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের ডেকে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা আল ইমরান সরকার রতন এর মৃত্যুর পর আমার চাচা স্বপন ও চাচী তারজিনা আক্তার তনু আমাদের একটি ইট ভাটা পরিচালনা করে আসছেন। কিছুদিন পর ইট ভাটায় আমাদের একটি অংশের হিসাব নিকাশ বুঝিয়ে নিতে চাওয়ায় আমার চাচা ও চাচী আমাদের সম্পত্তি আত্মসাতের চেষ্টায় লিপ্ত হয়ে চলতি মাসের ৮ তারিখে আমার ও আমার মায়ের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা তথ্যদিয়ে সন্মানহানীসহ জায়গা জমি আত্মসাত করার অপচেষ্টা চালিয়ে যেতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১০ তারিখে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি দেখিয়ে সরকারি চাকুরীজীবী আমার মা ও আমার বিরুদ্ধে এক মিথ্যা সংবাদ সম্মেলন করে জায়গা জমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমার চাচী সরকারি চাকুরীর সুবাদে আমার দাদা বাড়ী এলাকা ওহিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে এসে আমাদের পৈতৃক সম্পত্তি, বাড়িঘর দখল করে রেখেছে।
এছাড়া তার এক আত্মীয় সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা হওয়ায় তার প্রভাব খাটিয়ে আমাদেরকে প্রতিনিয়ত হুকমি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
এসময় ভুক্তভোগী মোঃ জুবায়ের তার মা, ছোট বোন ও নিজের প্রাণনাশের আশঙ্কা করে বৈষম্য বিরোধী ছাত্র জনতাসহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।