প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৬:১৭ অপরাহ্ন
প্রতিদিনের বৃষ্টিতে গোপালগঞ্জের সাধারন মানুষ দুর্ভোগে পড়েছে। দিনমজুর বা খেটে খাওয়া মানুষদের জন্য যার পরিমান অবর্ননীয়। বৃষ্টির জন্য কাজ হারিয়ে ঘরে বসে থাকতে বাধ্য হওয়ায় পরিবার নিয়ে তারা পড়েছে বিপাকে।
অনেকে বলেছেন, হাতপ টাকা পয়সা নেই যে ঘরে বসে বসে খাওয়া যাবে। বৃষ্টি উপেক্ষা করে রিক্সা চালাতে বাইরে আসা শ্রমিকদের অনেকে বলেছেন এসময় দৈনিক আয় অর্ধেকে নেমে এসেছে। মালিকের রিক্সা ভাড়া মিটিয়ে হাতে যা থাকে তাতে সংসার চলছে না।
এদিকে জেলার মৎস্য ঘের মালিকরা সাম্ভাব্য বন্যা আতংকে কাল কাটাচ্ছে। বিশেষ করে কোটালিপাড়া উপজেলার নিম্নাঞ্চলের ঘের মালিকদের উৎকন্ঠার শেষ নাই। তবে কমবেশি সব মৎস ঘের মালিকরা সাম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে।
কোটালিপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব সরকার জানিয়েছেন, বৃষ্টির পানি জমে ৫/৬টি বাড়ির উঠান তলিয়ে গেছে। জেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী জানিয়েছেন বন্যার পূর্বাভাস না থাকলেও অতিবৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মৎস ঘেরগুলি ক্ষতিগ্রস্থ হতে পারে।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার জানিয়েছেন, জেলার কোথাও কোনো ক্ষতির ব্যাপারে জানা যায়নি।তবে আমরা সর্বত্র সব শ্রেনির কৃষকদের সাবধানতা অবলম্বনের জন্য বলেছি।