প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুর রউফ মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধনে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়রা এই কর্মসূচি পালন করে।
আজ সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজের বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ গাইবান্ধা-লক্ষীপুর-সুন্দরগঞ্জ সড়কে অবস্থান নেয়। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা মানববন্ধন কর্মসূচি পালন করে।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লক্ষীপুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র ও সমন্বয়ক প্লাবন সরকারসহ অন্যরা।
উল্লেখ্য, ২০২১ সালের ১১ নভেম্বর সহকারী শিক্ষক আব্দুর রউফ মিয়া দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন। ১২ নভেম্বর নিহতের বোন বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আরিফ মিয়া জামিনে মুক্ত হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা আজ বিক্ষোভ করে।