বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
গাইবান্ধায় শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুর রউফ মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধনে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়রা এই কর্মসূচি পালন করে। 

আজ সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত  লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজের বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ গাইবান্ধা-লক্ষীপুর-সুন্দরগঞ্জ সড়কে অবস্থান নেয়। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। 

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লক্ষীপুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র ও সমন্বয়ক প্লাবন সরকারসহ অন্যরা।

উল্লেখ্য, ২০২১ সালের ১১ নভেম্বর সহকারী শিক্ষক আব্দুর রউফ মিয়া দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন। ১২  নভেম্বর নিহতের বোন বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আরিফ মিয়া জামিনে মুক্ত হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা আজ বিক্ষোভ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft