বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
বাড়তি ভাড়া নেয়ায় জয়দেবপুরে যাত্রীদের প্রতিবাদ, দু'জন চাকুরিচ্যুত
গাজীপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

টিকিট কাউন্টারে টিকিট বিক্রিতে বাড়তি ভাড়া রাখার অভিযোগে ঢাকা-ময়মনসিংহ রুটে আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকাল থেকে সব ধরনের ট্রেন চলাচল সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল।

পরে রেলওয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার পর সকাল সাড়ে ১১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, টিকিট কাউন্টারে অনিয়মের কারণে সকাল ৬টার দিকে উত্তেজিত জনতা রেললাইনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

তিনি আরো জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জয়দেবপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

যাত্রীরা অভিযোগ করেন, জয়দেবপুর থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ভাড়া ৪৫ টাকা। কিন্তু সবসময় এই রুটে ৫০ টাকা করে রাখা হয়। আজকে এক যাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটলে অন্য যাত্রীরাও ক্ষুব্ধ হন। পরে জংশনের সব যাত্রী একসঙ্গে হয়ে বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদ শুরু করেন।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, যে দু'জন বাড়তি দামে টিকিট বিক্রি করছিল তাদের চাকরিচ্যুত করা হয়েছে। কমলাপুর স্টেশন থেকে কর্মকর্তারা এসেছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।  

সকাল সাড়ে ১১টার দিকে বলাকা এক্সপ্রেসটি স্টেশন ছেড়ে যাওয়ার পর অন্যান্য রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানান, জয়দেবপুর জংশনের কমকর্তা আবুল হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft