বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ষড়যন্ত্র করলে ছাড় দেয়া হবে না: মামুনুল হক
সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৭:২৫ অপরাহ্ন

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয় মোগড়াপাড়া এলাকায় হাবিবপুর ঈদগাঁ ময়দানে আয়োজিত এক পথসভায় খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ষড়যন্ত্র করলে তাকে ছাড় দেওয়া হবে না। 

তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, দিল্লিতে শেখ হাসিনার পুরো পরিবার নির্বাসিত হোক তাকে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ষড়যন্ত্র করলে তাকে ছাড় দেওয়া হবে না। এ দেশের বিষয়ে ষড়যন্ত্র করলে ১৮ কোটি মানুষ স্বাধীনতা রক্ষার প্রস্তুত রয়েছে।’

সভা শুরুর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে দোয়ার মাধ্যমে মাগফেরাত কামনা করা হয়।

সভায় মামুনুল হক বলেন, ‘২০০৯ সালে পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীদের হত্যা করা হয়েছিল। ২০১৩ সালে শাপলা চত্বরে তাহাজ্জুতরত সহস্রাধিক হেফাজত ইসলামের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সবশেষে ২০২৪ সালে আমাদের ছাত্রদের ওপর নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল।’  

বাংলাদেশ খেলাফত মজলিশের সোনারগাঁ শাখার সভাপতি আব্দুল আওয়ালের সভাপত্বিতে পথসভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সদস্য মাওলানা মহিউদ্দিন খাঁন, খেলাফত মজলিসের সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিক ইমাম ওলামা ঐক্য পরিষদের সোনারগাঁ শাখার মহাসচিব মুফতি মুহাম্মদ সাইদুর রহমানসহ আরও অনেকে।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft