প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ২:০০ অপরাহ্ন
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামকে দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, স্বৈরাচার ও সন্ত্রাসী আখ্যা দিয়ে তার পদত্যাগ ও শাস্তির দাবিতে দু’দিন ধরে চলছে বিক্ষোভ কর্মসূচী। সর্বস্তরের জনগনের ব্যানারে এ দাবিতে গতকাল শনিবার (১৭ আগস্ট) বিকেলে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল থেকে পৌরসভার সামনে শুরু হয়েছে অবস্থান কর্মসূচী। এতে শরীরে কাফনের কাপড় পড়ে অংশগ্রহন করেন স্থানীয় লোকজন।
পৌর মেয়রের পদত্যাগ ও বিচারের দাবিতে শনিবার অনুষ্ঠিত মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুয়াপাড়া মোড় এলাকায় এসে শেষ হয়। গৌরীপুর পৌর যুবদলের সাবেক আহবায়ক রমজান হোসেন খান জুয়েল এর সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য হাবিবুল ইসলাম খান শহীদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক গোলাম কাজিয়েত হাজাল মুন্সি, পৌর শ্রমিক দলের আহবায়ক অলি মুন্সী, যুবদল কর্মী বাহারুল মুন্সী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, টানা তিন বার পৌরসভার দায়িত্ব পালনের মাধ্যমে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম অনিয়ম-দুর্নীতি ও টেন্ডারবাজির মাধ্যমে মানুষকে জিম্মি করে কালো টাকার পাহাড় বানিয়েছেন। তার হুকুমে গৌরীপুরের রাজপথ রক্তাক্ত হয়েছে। অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক নারী বিধবা হয়েছে। তারা এই স্বৈরাচারী, সন্ত্রাসী ও ভূমিদস্যুর পতন এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
আজ রবিবার সকালে পৌরসভার সামনে সকাল থেকে শুরু হয়েছে অবস্থান কর্মসূচী। এ কর্মসূচীর নেতৃত্বদানকারী সাবেক পৌর চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক মুন্সীর ছেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী সাংবাদিকদের জানান- পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচী চলবে।