প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৪:৩২ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক কমিটি খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বিলুপ্ত ঘোষণা করেছেন। তারা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন যে এখন থেকে সব ধরনের কর্মসূচি ঘোষণা করবে সাধারন শিক্ষার্থীবৃন্দ।
সমন্বয়করা কোনো প্রেস রিলিজ দিলে তা প্রকাশ বা প্রচার না করার জন্য প্রেসক্লাব বা অন্য সংগঠনগুলির প্রতিও আহ্বান জানিয়েছেন তারা।
প্রেস রিলিজ থেকে জানা গেছে, সমন্বয়কদের নিয়ে নানাবিধ সমস্যা হওয়ার কারনেই মুলত ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া কোনো সমন্বয়ক যাতে কোনো প্রকার সুবিধা গ্রহণ করতে না পারে সে কারনও তুলে ধরা হয়েছে প্রেস রিলিজে।
এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা প্রেস কনফারেন্স করে ভিসি, প্রোভিসি, প্রক্টোরিয়াল বডির সকল সদস্যের পদত্যাগ দাবী করেছে।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক মুশফিক রহমান কলিন্সের উপর শিক্ষার্থীরা চরম অসন্তোষ প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ফেলার কারনে। শিক্ষার্থীদের ধারনা বিশ্ববিদ্যালয়ের সকল নির্মান কাজের নথিপত্র ওই কর্মকর্তা পুড়িয়েছেন অনিয়ম ও দুর্নীতি আড়াল করতে।