প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৬:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন
জেলার টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে হাজার হাজার মানুষ উপস্থিত হয় বঙ্গবন্ধুর সমাধি সৌধ এলাকায়।
দীর্ঘ ১৫ বছর পর বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হওয়ার পর এবার বেসরকারিভাবে ১৫ আগষ্ট শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।
শেখ হাসিনা ছাড়া বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের ঢল নেমেছিলো আজ। সকাল সাড়ে দশটার দিকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, সহ সভাপতি অ্যাড.আতিয়ার রহমান মিয়া, সহ সভাপতি শেখ লুৎফর রহমান বাচ্চু, প্রচার সম্পাদক বদরুল আলম, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, নজরুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক বাবুল শেখ, টুঙ্গীপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে দরুদপাঠ ও দোয়া অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে।
পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ এলাকায় শোকসভা অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান।