মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল   
ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধের দাবিতে ছাত্র সমাজের প্রতিবাদ সমাবেশ
নরসিংদী সংবাদদাতা:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে টিকেট কালোবাজারি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র সমাজ। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে স্টেশনের টিকেট কাউন্টারের সামনে এ সমাবেশ করে তারা। 

এ সময় ছাত্র সমাজ টিকেট কালোবাজারি বন্ধের দাবিতে বক্তব্য দেন।

বক্তারা বলেন, ভৈরব রেলওয়ে জংশন স্টেশনটিতে ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় রেলপথে প্রতিদিন ১৮টি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। দুঃখজনক হলেও সত্য, এসব ট্রেনের সব টিকেটই কালোবাজারিদের হাতে চলে যায়। ফলে প্রতিটি টিকেট ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিয়ে কিনতে হয়।

আজকের পর থেকে এই স্টেশনে টিকেট কালোবাজারি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ছাত্র সমাজ। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে বলেও সতর্ক করে দেন বক্তারা।

সভায় বক্তব্য দেন- আরাফাত ভুইয়া, আজারুল ইসলাম রিদম, সিদরাতুল রশিদ পিয়াল প্রমুখ।

পরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরমে বিক্ষোভ মিছিল করে ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলিমের সঙ্গে সাক্ষাত করে তাদের দাবি তুলে ধরে ছাত্র সমাজ। এ সময় ওসি ছাত্রদের ন্যায়সঙ্গত দাবির প্রতি একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft