সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিতে ভারতের প্রতি আহবান হেফাজতে ইসলামের মহাসচিবের
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ২:২৬ অপরাহ্ন
গুজব না ছাড়িয়ে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিতে ভারতের প্রতি আহবান জানিয়েছেন হেফাজত ইসলাম মহাসচিব শায়খ সাজিদুর রহমান। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
এ সময় তিনি বলেন, 'ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। ব্রাহ্মণবাড়িয়ায় এ ধরণের কোনো হামলা হতে দেওয়া হবে না। আমাদের নেতৃবৃন্দ জেলার সর্বত্র এ নিয়ে কাজ করে যাচ্ছে।' হেফাজত ইসলাম বিভিন্ন সময়ে নির্যাতন ও মামলার শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ সময় হেফাজতের নায়েবে আমীর মুফতি মুবারক উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল হেফাজত ইসলামের গণ সমাবেশ আছে বলে জানানো হয়।