প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৭:০২ অপরাহ্ন
গোপালগঞ্জ জেলা শহরের প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে আজ সোমবার স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লক্ষাধিক লোক জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। তাদের এ বিক্ষোভ ৮ দফা দাবী আদায়ের জন্য।
সারাদেশের ন্যায় গোপালগঞ্জের সংখ্যালঘু হিন্দুরা নিপীড়িত ও নির্যাতিত হয়ে নিজ দেশে বাস করছে এমন দাবীর সাথে তাদের কেন্দ্রীয় নেতাদের ঘোষিত আট দফা দাবী আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছে বলে জানান স্থানীয় সংখ্যালঘু অনেক নেতাকর্মী। জেলার বিভিন্ন স্থান থেকে তারা গোপালগঞ্জ শহরে জড়ো হয়।
পুলিশ লাইন্স মোড় থেকে স্বর্নকলি স্কুল পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ মানুষের জমায়েত হয়। ওই জমায়েতের মাঝে ৮ দফা দাবী পড়ে শোনান জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল রায় পপা।