প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬:১১ অপরাহ্ন
সারাদেশের ন্যায় বরগুনাতেও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থী ও আনসার সদস্যরা। এদের সাথে যুক্ত হয়ে সম্মিলিত ভাবে সড়কে কাজ করে যাচ্ছে মানবিক বরগুনা ও ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ নামক ২ টি মানবিক সংগঠনের ১২ নেতাকর্মী।
গতকাল রোববার ও আজ সোমবার (১১ ও ১২ আগস্ট ২৪) মানবিক বরগুনা ও ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সদস্যদের যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়। তাদের এমন দায়িত্ব পালনে সবাই প্রশংসা করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্যেই সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই নানা স্থানে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। পুলিশের সাথে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। এর পর থেকেই গা ঢাকা দেয় পুলিশ। আজ কোনো ট্রাফিক পুলিশের দেখা যায়নি ফলে ছাত্র, জনতা ও মানবিক বরগুনা নিজের কাঁধে তুলে নিয়েছে ট্রাফিকের দায়িত্ব।
পথচারী ও গাড়ি চালকেরা জানিয়েছেন, ট্রাফিক পুলিশের থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সাধারণ শিক্ষার্থী, আনসার সদস্য ফায়ারসার্ভিস সদস্য এবং মানবিক বরগুনা ও ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সদস্যরা। সঠিক ট্রাফিক আইন মেনে গাড়ি চালিয়ে আমাদেরও খুব ভালো লেগেছে। তাদের জন্য সাধারণ চালকদের পক্ষ থেকে ভালোবাসা রইল।