প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
গাজীপুর জেলার কাপাসিয়া থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন ঘিরে চলমান পরিস্থিতিতে জেলার বিভিন্ন থানায় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করে।
এতে থানার পুলিশের গাড়ি, মামলার নথিপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে বন্ধ হয় থানার সকল কার্যক্রম।
আজ শুক্রবার (৯ আগষ্ট) দুপুর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পুনরায় কাপাসিয়া থানার যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে।
কাপাসিয়া উপজেলায় দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো.ফিরোজ কবির জানান, আমরা থানা পুলিশকে সহযোগিতার জন্যে এসেছি।
থানার অফিসার ইনচার্জ মো.আবুবকর মিয়া জানান, পুলিশের মনোবল ভেঙ্গে যাওয়ায় সকলের সহযোগিতায় পুনরায় পুলিশের কার্যক্রম শুরু করার চেষ্টা করছি।