প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৬:৫২ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর পদ থেকে গত সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটসহ মারধরের ঘটনা ঘটেছে। বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, আওয়ামী লীগের কার্যালয়, ডাকবাংলো, তাজউদ্দিন আহমেদ পাঠাগার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা করা হয়।
গতকাল মঙ্গলবার এবং এর আগের দিন এসব ঘটনা ঘটে। উপজেলার বিভিন্ন এলাকায় হামলা, লুটপাট ও বাড়িঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিমের বাসভবন, প্রচার প্রকাশনা সম্পাদক ইমানউল্লাহ শেখ ইমুর মাদ্রাসার অফিস কক্ষ, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের বাড়িতে ভাংচুর করে এবং খামার থেকে কয়েকটি গরু নিয়ে যায় সন্ত্রাসীরা। অন্যদিকে দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিনোদ চন্দ্রের বাড়িতে আগুন দেওয়ার জন্য হুমকি প্রদান করে।
এদিকে সনমানিয়া ইউপি সদস্য শফিকুল ইসলামের বাড়িতে হামলা ভাংচুর করে নগদ টাকা স্বর্ণালংকার ও উন্নত জাতের দুটি গরু নিয়ে যায় সন্ত্রাসীরা। উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে জানা যায়।