প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৮:০১ অপরাহ্ন
নাটোরে সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেস থেকে অগ্নিদগ্ধ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার(৬ আগস্ট) সকালে শহরের কান্দিভিটুয়া এলাকায় সংসদ সদস্য শিমুলের বাড়িতে সাধারণ মানুষ মরদেহ দেখতে পায়।
নিহতরা হলেন- শহরের তালতলা হাফরাস্তা এলাকার মো. বকুলের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিয়াম, উপশহর এলাকার দেলোয়ার হোসেন খানের ছেলে মিকদাদ হোসেন খান, উত্তর বড়গাছা এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম মোহন এবং শহরের মল্লিকহাটি এলাকার ফজের আলীর ছেলে ইয়াসিন আলী বলে জানা যায়।
সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে নাটোরের সড়কে নেমে আসে হাজার হাজার উৎসুক জনতা। হাতে লাঠিসোঁটা ও জাতীয় পতাকা নিয়ে সড়কে নেমে উল্লাস ও মিছিল শুরু করেন।
এসময় শহরের প্রতিটি সড়ক ও রাস্তাঘাট ভরে যায়। একে অপরকে মিষ্টি খাওয়াতে দৌড়াদৌড়ি করতে দেখা। এর এক পর্যায় বিকেল ৪ টার দিকে শত শত বিক্ষুদ্ধ জনতা শহরের কান্দিভিটুয়া এলাকায় এমপি শফিকুল ইসলাম শিমুলের জান্নতি প্যালেস বাড়িতে আগুন দেয়।
এসময় ৪জন লুটপাটের উদ্দেশ্যে জান্নাতি প্যালেসে প্রবেশ করে। পরে আগুনের কারণে বের হতে না পেরে ভেতরে আটকা পড়ে চারজনের মৃত্যু হয়।
এতে মুহুর্তে ডুপ্লেক্সের তিনতলার পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টা ধরে জ্বলতে থাকে পুরো বাড়ি। এসময় বাড়ির ভিতরে সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকালে সাধারণ মানুষ পুড়ে যাওয়া বাড়িতে গিয়ে চারটি মরদেহ দেখতে পায়। তবে নিহতের উদ্ধার করতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের দেখা যায় নি।