প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৬:৪১ অপরাহ্ন
রৌমারীতে আন্দোলনকারীসহ চার দলের দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাংচুর ও সমাবেশ করা হয়েছে। গতকাল রবিবার সারাদিন ব্যাপি কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এ মিছিলগুলো বের করে তারা।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে বিক্ষোভ মিছিলসহ আ.লীগের বিভিন্ন নেতা কর্মীর ছবিসংমিলিত সাইনবোর্ড, ব্যানার, আ’লীগের দলীয় কর্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ ও নির্বাচন অফিস ভাংচুর করে। তবে উপজেলা প্রশাসনসহ পুলিশ নিবর ভূমিকা পালন করেন। এতে মুহুর্তে মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এলাকায়।
সকাল সারে ৯টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্দোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত¡রে এসে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন মাওলানা আক্তার হোসেন, লুৎফর রহমান প্রমূখ।
দুপুর ১টায় রৌমারী উপজেলা আ.লীগের উদ্দোগে দু’গ্রুপের দুটি অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন, আবু হোরায়রা, আবিদ শাহনেওয়াজ তুহিন, মাইদুল ইসলাম, শাখাওয়াত হোসেন সবুজ, আফজাল হোসেন বিপ্লব। বিকাল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থী, শিক্ষকসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা লাঠিসোঠা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে।
এসময় বিক্ষোভকারীরা আ’লীগের বিভিন্ন নেতাকর্মীর সাইনবোর্ড ভাংচুর করে এবং আ. লীগের দলীয় কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। মিছিলটি রৌমারী সরকারী কলেজ থেকে বেড় হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও রাজনৈতিক বিভিন্ন দলের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল, সমাবেশ, অবস্থান কর্মসূচী দেওয়ার কারনে রৌমারীতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ছড়িয়ে পড়ে আতংক।