বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ ৪ বৈশাখ ১৪৩২
 

যশোরে আন্দোলনকারীদের গানে গানে পদযাত্রা
যশোর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

কোটা আন্দোলনকে ঘিরে প্রতিটি হত্যাকাণ্ড, নাশকতা ও অগ্নিসংযোগের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে যশোরে ‘চাই শান্তির বাংলাদেশ’ শীর্ষক গানে গানে পদযাত্রা হয়েছে। যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে শনিবার বিকেলে এ পদযাত্রা হয়।
 
সকলে মিলে মোহিনী চৌধুরীর লেখা গণসংগীত মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে’ হচ্ছে একটি জনপ্রিয় গণসংগীত গাইতে গাইতে চৌরাস্তা থেকে শুরু হয়ে চিত্রার মোড়, দড়াটানা হয়ে প্রেসক্লাবে সামনে এসে এ পদযাত্রা কর্মসূচি শেষ হয়। পদযাত্রার শুরুতে বক্তব্য রাখেন যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। সমাপনী বক্তব্য দেন জেলা জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন। 

উভয় বক্তা সহিংস আন্দোলনে নিহত শিশু, ছাত্র, পুলিশ ও সাধারণ মানুষের হত্যার বিচার, গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি, পুলিশি হয়রানি বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেন। একইসাথে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ নির্মাণে ছাত্রদের ভূমিকা রাখার আহ্বান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft