প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ন
সারাদেশে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ও কোটা সমস্যার যৌক্তিক দাবীতে কুড়িগ্রামের রৌমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ১ টার দিকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ ও সমাবেশ করা হয়।
এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাথায় লাল ফিতা বেধে রৌমারী সরকারি কলেজ মোড়ে জমায়েত হয়। পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে বের হয়ে উপজেলা মোড় ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেট সংলগ্ন রৌমারী টু ঢাকা মহাসড়কে জমায়েত হয়। দেড় ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিন সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা ফেস্টুন, ব্যানার, জাতীয় পতাকা, লাল ফিতা ও প্লাকার্ড ব্যবহার করেন।
সমাবেশ চলাকালে প্রায় আধা কিলোমিটার মহাসড়কটি শিক্ষার্থী দিয়ে কানায় কানায় ভরে যায়। ফলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়। কিছুটা হলেও যানবাহন ও পথচারীরা দূর্ভোগের শিকার হয়। সমাবেশে বক্তব্য রাখেন, নিম্মি, নিলা, রোকন, জুয়েল, সাদ্দাম, রবি, শেখ ফরিদ ও শিক্ষার্থী অভিভাবক সিরাজুল ইসলাম প্রমূখ।