প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৯:৫২ অপরাহ্ন
সদর উপজেলার হরিদাসপুর ব্রীজের উপর একাধিক গর্ত তৈরী হয়েছে। দীর্ঘদিন ধরে গর্তগুলি সেখানে ঝুকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। ঢাকা-খুলনা মহাসড়কের উপর অবস্থিত ওই ব্রীজটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। গর্তের কারনে যেকোন সময় দূর্ঘটনার আশংকা রয়েছে। ব্রীজটির রক্ষনাবেক্ষনকারী প্রতিষ্ঠান গোপালগঞ্জ সড়ক বিভাগ গর্ত এলাকায় কোনো চিহ্ন প্রদান করে নিরাপত্তা নিশ্চিতও করেনি।
সরেজমিন সেখানে গিয়ে দেখা গেছে, গর্তগুলি একটু একটু করে বড় হচ্ছে। এদিকে ওই ব্রীজের উপর ৮টি সোলার বাতি স্থাপন করা হলেও বর্তমানে একটি জ্বলেনা রাতের বেলায়। আটটির মধ্যে সাতটি বাতি চুরি হয়েছে। অবশিষ্ট বাতিটি নষ্ট। সেব্যাপারেও কর্তৃপক্ষের কোনো খেয়াল নেই।
এ বিষয়ে জানার জন্য গোপালগঞ্জ সড়ক বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলামের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো লাভ হয়নি। অন্য কর্মকর্তারা কেউ এসব ব্যাপারে আলাপ করতে আগ্রহ প্রকাশ করেনি।