বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
ঢাকা-খুলনা মহাসড়কের নানাবিধ সমস্যা
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৯:৫২ অপরাহ্ন

সদর উপজেলার হরিদাসপুর ব্রীজের উপর একাধিক গর্ত তৈরী হয়েছে। দীর্ঘদিন ধরে গর্তগুলি সেখানে ঝুকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। ঢাকা-খুলনা মহাসড়কের উপর অবস্থিত ওই ব্রীজটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। গর্তের কারনে যেকোন সময় দূর্ঘটনার আশংকা রয়েছে। ব্রীজটির রক্ষনাবেক্ষনকারী প্রতিষ্ঠান গোপালগঞ্জ সড়ক বিভাগ গর্ত এলাকায় কোনো চিহ্ন প্রদান করে নিরাপত্তা নিশ্চিতও করেনি। 

সরেজমিন সেখানে গিয়ে দেখা গেছে, গর্তগুলি একটু একটু করে বড় হচ্ছে। এদিকে ওই ব্রীজের উপর ৮টি সোলার বাতি স্থাপন করা হলেও বর্তমানে একটি জ্বলেনা রাতের বেলায়। আটটির মধ্যে সাতটি বাতি চুরি হয়েছে। অবশিষ্ট বাতিটি নষ্ট। সেব্যাপারেও কর্তৃপক্ষের কোনো খেয়াল নেই। 

এ বিষয়ে জানার জন্য গোপালগঞ্জ সড়ক বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলামের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো লাভ হয়নি। অন্য কর্মকর্তারা কেউ এসব ব্যাপারে আলাপ করতে আগ্রহ প্রকাশ করেনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft