মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
ঝিনাইদহে কোটা আন্দোলনে গার্মেন্টস কর্মীর মৃত্যূ
ঝিনাইদহ সংবাদদাতা:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ন

ঘটনাটি ২০ জুলাই। তখন রাত রাত ৯টা। সাভার নিউ মার্কেট এলাকায় প্রচন্ড গোলাগুলি। কোটা বিরোধীদের সঙ্গে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ চলছে। গার্মেন্টস কর্মী শুভ শীল গোলাগুলির সময় সাভার নিউ মার্কেট এলাকার একটি দোকানে আশ্রয় নেন। পরিবেশ কিছুটা শান্ত হলে শুভ দোকান থেকে বের হন। রাস্তায় দাড়াতেই কোথা থেকে গুলি এসে শুভ শীলের শরীর ঝাজরা করে দেয়। তার লাশ রাস্তায়ই পড়ে ছিল। তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই যুবকের মৃত্যু হয়। 

বাকরুদ্ধ কন্ঠে ভাতিজা শুভ’র মৃত্যু কাহিনী বর্ননা করেন তার চাচা বিজয় কুমার শীল। 

২০ বছর বয়সী শুভ কুমার ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের মুনুড়িয়া গ্রামের বিকাশ চন্দ্র শীলের ছেলে। তার পিতার সাভার এলাকায় সেলুনের দোকান আছে। 

চাচা বিজয় কুমার শীল জানান, বহু বছর আগে তার ভাই বিকাশ শীল স্ত্রী সন্তান নিয়ে ঢাকার সাভার এলাকায় বসবাস করেন। শুভ সাভারের জিরাবোতে একটি গার্মেন্টসে চাকরী করতেন। মাঝেমধ্যে গ্রামের বাড়ি আসতেন শুভ। আজ মঙ্গলবার মুনুড়িয়া গ্রামে গিয়ে দেখা যায় টিনের একটি ভাঙ্গাচোর ঘর রয়েছে শুভদের ভিটেই। গ্রামে তার স্বজনদের মাঝে শোকের ছায়া। 

নিহতের চাচাতো ভাই নয়ন কুমার শীল জানান, দাদা মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসতেন। সর্বশেষ গত পূজার মধ্যে শুভ বাড়ি এসেছিল। আর বাকী সময় ওই পরিবারের সঙ্গে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হতো। দাদা অনেক ভালো মানুষ ছিল। কথা কম বলতেন। শুভ সপ্তম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করে সাভারের জিরাবো এলাকার একটি গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরী করতেন। 

স্থানীয় ঘোড়শাল ইউনিয়নের সাবেক মেম্বর সাধন কুমার জানান, শুভ ঢাকায় গুলিতে নিহত হওয়ার পর তার লাশ সেখানেই দাফন করা হয়, গ্রামের বাড়িতে লাশ আসেনি। 

ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিলটন জানান, মুনুড়িয়া গ্রামের দক্ষিন পাড়ার একটি ছেলে সাভারের ঢাকায় গুলিতে নিহত হন বলে তার পরিবারের কাছ থেকে জানতে পারি। তবে লাশ গ্রামের বাড়িতে আনার পরিবেশ পাননি তার পরিবার। 

স্থানীয় নারিকেলবাড়িয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আমির হোসেন জানান, গুলিবিদ্ধ অবস্থায় মুনুড়িয়া গ্রামের একটি ছেলে নিহত হওয়ার কথা শুনেছেন। তবে লাশ গ্রামে আসেনি। 

তিনি বলেন, শুভ শীলের বাড়ি মুনুড়িয়া গ্রামে হলেও তারা স্থায়ী ভাবে ঢাকার সাভার এলাকায় বসবাস করেন। অনেক বছর আগে তারা গ্রাম থেকে চলে গেছেন। এখানে তার চাচা ও চাচাতো ভাইয়েরা বসবাস করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft