প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ২:৩৮ অপরাহ্ন
নাটোরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ ৫জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় নাটোর শহর থমথমে বিরাজ করছে।
এছাড়াও শহরের মাদ্রাসা মোড় এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নেন। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
আজ বৃহস্পতিবার(১৮ জুলাই) শহরের মসজিদ মার্কেট এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- পুলিশ পরির্দশক রফিকুল ইসলাম, গুলিবিদ্ধ শিক্ষার্থী রাহীসহ রুদ্র, সোহান, ফাহাদ।
কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট এলাকায় অবস্থান নিলে ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী রাহী গুলিবিদ্ধ হয়। এবং একজন পুলিশ পরির্দশকসহ ৫ জন গুরুতর আহত। গুলিবিদ্ধ আহত শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে শহরে অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে। মাঠে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থানে রয়েছে। অপরদিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীররা সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পুলিশ বিপরীত দিকে অবস্থানে নেন।
নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, কোটা সংস্কারের নামে শহরে নেমে তারা অশান্ত হয়ে পড়ে। একক পর্যায়ে তারা জনদুরভোগ, নৈরাজ্য, ভাংচুর শুরু করে। আমাদের পুলিশ তা মেকাবেলা করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।