বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
নড়াইলে আওয়ামী লীগের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল
নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলনের নামে দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (১৭জুলাই) বেলা ১১ টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলা মুন্সী মোড় এলাকা এসে শেষ হয়। 

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, কার্যনির্বাহী সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মহাশিন উদ্দিন, যুবলীগ নেতা আশরাফুল আলম (ছোট আশরাফ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোস্তফা কামাল লিওন, যুবলীগ নেতা সিকদার জিয়াউর রহমান, যুবলীগ নেতা ইমদাদুল হক ইমদাদ, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, যুবলীগ নেতা বাবুল মুন্সী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: বাবুল মিয়া, যুবলীগ নেতা ফয়সাল ইমরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন, উপজেলা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক আবুজার শেখ, মো: রুহানসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে সারা দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি করেছে। দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারদের নিয়ে কটাক্ষ করেছে। এই আন্দোলনে বিএনপি ও জামাত ঢুকে পড়ায় ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা এ ষড়যন্ত্র নৈরাজ্যের প্রতিবাদ জানাচ্ছি এবং কোটা পুনর্বহলের দাবি করছি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft