প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ২:২৬ অপরাহ্ন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় তায়েবা রেস্টুরেন্টের বিপরীত পার্শ্বে যাত্রী ছাউনীর সামনে ঢাকা-খুলনা হাইওয়ের উপর একটি মাইক্রোবাসে করে গোপনে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন এমন সংবাদ পেয়ে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার গ্রেপ্তারকৃত ওই দুজন হলেন ফেনী সদর উপজেলার মধুপুর গ্রামের আবুল বাশারের ছেলে আবুল কালাম সোহেল (৩২) ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীপুর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে আব্দুল মতিন (৪২)।
এসময় গ্রেপ্তারকৃতদের নিকট হতে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধার করেছে র্যাব-৬ সদস্যরা। এ ব্যাপারে একটি মামলা দায়ের করার পর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।