বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
ফুলবাড়ীতে ভয়াবহ রূপ নিচ্ছে মাদক ব্যবসা, জড়িয়ে পড়ছে নারীরা
কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদক চোরাচালান ভয়াবহ রূপ নিচ্ছে। এ উপজেলার নাওডাঙ্গা, শিমুলবাড়ী ও কাশিপুর ইউনিয়নের ভারত সীমান্ত এলাকা গুলো দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে মদ, ফেনসিডিল, স্ক্যাাপ, গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক।

এরমধ্যে নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপ, ফুলমতি, ধুলারকুটি, বালাটারী, বালারহাট, খালিশা কোটাল, জায়গীরটারী সীমান্ত মাদক চোরাচালানের প্রধান রুট। এসব সীমান্ত দিয়ে প্রতিদিনেই অসংখ্য মাদকের চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এখানে পুরুষদের সাথে মাদক চোরা চালানে যুক্ত হচ্ছে নারীরা। 

উক্ত সীমান্ত এলাকাগুলোতে দিনদিন নারী মাদক চোরাচালানীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নারীরা বোরখা পরে তার ভিতর মাদক বেঁধে দেশের বিভিন্ন স্থানে স্ব-শরীরে মাদক পাচারে জড়িয়ে পড়ছে। এরই ধারাবাহিতায় নাওডাঙ্গা সীমান্ত থেকে শরীরে মাদক বেঁধে মাদক পাচারের সময় ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী সেতু (শেখ হাসিনা ধরলা সেতু) এলাকা থেকে গাঁজাসহ দুই নারী মাদক চোরাচারানিকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ।

আটককৃত নারী মাদক চোরাচালানকারীরা হলেন- ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব-ফুলমতি গ্রামের জোহরা বেগম (৪৫) ও সাবেরা বেগম (২৫)। এসব নারী অটোরিকশার যাত্রী বেশে বিশেষ কায়দায় শরীরে গাঁজা বেঁধে মাদক পাচারের চেষ্টা করেছিল।

আটক দুই নারী মাদক ব্যবসায়ীর সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন। তিনি এ সময় সাংবাদিকদের জানান, আটক দুই নারী মাদক চোরাচালানির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কুড়িগ্রামে মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft