বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
কাপাসিয়ায় বাবার হাতে মেয়ে খুন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৫:০০ অপরাহ্ন

কাপাসিয়ায় বাবার হাতে স্মৃতি আক্তার (২৫) নামে এক মেয়ে খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ১০টার দিকে উপজেলার ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী আসামি ঘাতক বাবা পলাতক রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের  চাচা রেফাজ উদ্দীনের বাড়ীর পাশে কাঠাল বাগানে পূর্ব পারিবারিক কলহের জেরে ও কাঁঠাল পারাকে কেন্দ্র করে বাবা মেয়ের বাক-বিতন্ডার এক পর্যায়ে পাষণ্ড বাবা শারফুদ্দিনের হাতে থাকা ধারালো দা দিয়ে উপুর্যুপরি তার মেয়েকে কুপিয়ে ডান হাতের কবজিতে, চোয়ালে এবং গলার অর্ধেক কেটে ফেলায় ঘটনাস্থলে মেয়ে সৃতি আক্তার মারা যায়।

সুত্রে আরও জানা যায় স্মৃতি আক্তার বিবাহিত তার স্বামী দুবাই প্রবাসী। নিহত স্মৃতির দুই ছেলে মেয়ে রয়েছে। গত ঈদে মায়ের কাছে বেড়াতে আসে। আজ বাড়ির পাশেই কাঁঠাল বাগানে কাঁঠাল সংগ্রহ করতে গেলে সেখানে এই নির্মম ঘটনা ঘটে। 

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আবুবকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি হত্যা মামলা রুজু  প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাকে ধরতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে। দ্রুত তাকে আটক করা সম্ভব হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft