মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
বশেমুরবিপ্রবি’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন

বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২৩ বছর পূর্ণ করে ২৪ বছরে পদার্পণ করেছে। অনিবার্য কারণে সীমিত পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার  সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কিউ. এম. মাহবুব এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম। পর কেক কেটে আনন্দ উদযাপন করে বিশ্ববিদ্যালয় পরিবার।

প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলে উচ্চ শিক্ষার অন্যতম বাতিঘর মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়ক, জাতির পিতা ববঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের জন্মভিটা গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয় ২০০১ সালের ৮ জুলাই। একই বছরর ১৩ জুলাই, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাব এই বিশ্ববিদ্যালয়র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশ্ববিদ্যালয়টিতে ২০১০ সালের ১৪ ডিসেম্বর প্রথম ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেয়া হয়। সর্বশেষ ২ সেপ্টেম্বর ২০২০ চতুর্থ ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. এ.কিউ.এম. মাহবুব নিয়োগপ্রাপ্ত হন।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ৫টি বিভাগ ১৬০ শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির পাঠদান কার্যক্রম শুরু হয়। 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুুভাব সম্পন্ন করতে বর্তমানে ৩১৪ জন শিক্ষক, ১৫৯ জন কর্মকর্তা ও ২৩৬ জন কর্মচারী কর্মরত আছন। বিশ্ববিদ্যালয় ৩৪টি বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft