প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন
মাদারীপুরের রাজৈর পৌরসভার টেকেরহাটে সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় শহরের প্রধান সড়ক। এতে করে যান চলাচলসহ ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় জনসাধারণের।
উত্তরবঙ্গের সাথে সম্পৃক্ত দূর পাল্লার বাস কাউন্টারগুলোর যাত্রীরাও এ দুর্ভোগ থেকে নিস্তার পাচ্ছে না। স্থানীয়দের দাবি, পানি নিস্কাশনের যথাযথ ব্যাবস্থার অভাবে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় সুমন শেখ দৈনিক জবাবদিহিকে বলেন, সামান্য বৃষ্টি হলেই টেকেরহাটের মূল সড়ক পানিতে তলিয়ে যায়। এতে করে যান চলাচলসহ স্থানীয় জনগনের যাতায়াতে অসুবিধায় পড়তে হয়।