বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
বাংলাদেশ ফেস্টিভ্যাল
রাজশাহীর নারী উদ্যোক্তাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ!
নজরুল ইসলাম জুলু:
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৯:৪৯ অপরাহ্ন

গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কালেক্টরেট  মাঠে ' বাংলাদেশ ফেস্টিভ্যাল উদ্বোধন করেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও প্রধান অতিথি  মুহাম্মদ ফারুক খান। আমের স্বর্গে আমন্ত্রণ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ফেস্টিভাল রাজশাহী উদ্বোধন করা হয়। 

প্রথমবারের মতো বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবার বিভাগীয় পর্যায়ে এ ফেস্টিভ্যালের আয়োজন করে। 

ফেস্টিভ্যালে বৈচিত্র্যময় রসনাসম্ভার, আমের মেলা, ঐতিহ্যবাহী রেশম শিল্প পণ্য প্রদর্শনীরন আয়োজন করা হয়েছে। তিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান।  ফেস্টিভ্যালের সমাপনী হয়েছে গতকাল রোববার। 

পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাসুদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, ডিআইজি  আনিসুর রহমান ও জেলা প্রশাসক শামীম আহমেদ। 

প্রধান অতিথির বক্তব্যে পর্যটন মন্ত্রী ফারুক খান বলেন, রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে  গড়ে তোলার জন্য গ্রহণ করা হয়েছে। এজন্য সম্ভবত যাচাই করে দেখা হচ্ছে। তিনি বলেন, পর্যটন শিল্পে রাজশাহীকে সমৃদ্ধ করতে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রাজশাহী পর্যটন মডেলকে বিদেশি সহযোগিতায় উন্নত মানের আবাসন শিল্প হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। 

এদিকে শুক্রবার সন্ধ্যায় এ ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধনের পরেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে রাজশাহীর ফেস্টিভ্যাল চত্বর কালেক্টরেট মাঠে জমে যায় হাঁটু পানি। স্টলে স্টলে পণ্য সাজানোর আগেই তা গুটিয়ে নিতে বাধ্য হন দেশের বিভিন্ন জেলা থেকে আসা উদ্যোক্তারা। ফলে ফেস্টিভ্যাল আয়োজন উদ্বোধনেই শেষ হয় প্রথমদিন। ফেস্টিভ্যালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৭টি স্টল দেয়া হয়। গতকাল বৃষ্টিপাত না থাকায় ফেস্টিভ্যালে লোক সমাগম দেখা গেছে। 
 
মেলা ঘুরে দেখা গেছে, রাজশাহীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তাদের বিভিন্ন স্টল। নারী উদ্যোক্তা সিরাজগঞ্জের মেয়ে উইমেন এন্টারপ্রিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এর সদস্য রূপা মোস্তফা। তার প্রতিষ্ঠানের নাম 'নুসরাত ফ্যাশন'। তিনি বিগত ৮ বছর ধরে তাঁত শিল্প নিয়ে কাজ করছেন। তার প্রতিষ্ঠান তাঁতের ৫ ধরনের পণ্য যেমন- শাড়ি, লুঙ্গি,  থ্রী পিস, ওড়না ও বাচ্চাদের পোশাক তৈরি করে থাকে। 

রূপা মোস্তফার সাথে কথা বলে জানা যায়, তাঁতের বিভিন্ন পণ্যগুলো তার গ্রামের বাড়ি বেলকুচি, সিরাজগঞ্জে নিজস্ব কারখানায় তৈরি করা হয়। তাদের কারখানায় মোট ৭১টি চায়না পারলুম রয়েছে সেখানে প্রায় ২৫০জন কর্মচারী কাজ করে। 

রূপা মোস্তফা তার পণ্য নিয়ে রাজশাহী ছাড়াও খুলনা, নাটোর, যশোর, ও নেত্রকোনায় কাজ করেছেন। 

রূপা মোস্তফার স্বপ্ন তাঁতের তৈরি তার পণ্য গুলো দেশের বিভিন্ন প্রান্তসহ বিদেশেও ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিভিন্ন প্রান্তে আয়োজিত মেলায় অংশগ্রহণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft