প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৪:৫১ অপরাহ্ন
দুর্যোগপূর্ন আবহাওয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা জোন। আজ শনিবার বান্দরবান সেনা জোন মাঠে এই সহায়তা বিতরন করা হয়।
এদিন টানা কয়েকদিনের বৃষ্টিতে নিম্ন এলাকায় বসবাসরত ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মাঝে এদিন মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। বান্দরবান সেনা জোন এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি অসহায় দরিদ্র জনসাধারনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান,পিএসসি, জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশিদ উপস্থিত ছিলেন।
এসময় জোন কমান্ডার বলেন, অতি বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগকালীন যেকোনও মুহুর্তে সেনা জোন ক্ষতিগ্রস্থ জনসাধারনের পাশে থাকবে।বর্তমানের ন্যায় ভবিষ্যতেও বান্দরবান সেনা জোন এই ধরনের জনহিতকার কার্যক্রম পরিচালনা করবে। সহায়তার প্রতিটি প্যাকেটে ছিলো চিড়া, খেজুর, গুড়, বিশুদ্ধ পানি, নুডলস, বিস্কুট, সেলাইনসহ খাদ্য সামগ্রী।