মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল   
৩২ ঘন্টা পর নিখোঁজ কলেজ শিক্ষার্থীর ফারদিনের লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন

নিখোঁজর ৩২ ঘন্টা পর কলেজ শিক্ষার্থী ফারদিনের মরদেহ উদ্ধার করেছে স্থানীযরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ফরিদপুর টেপাখোলা মদনখালী ১নং স্লুইসগেট এলাকায় কুমার নদে তার লাশ ভেসে উঠে। পরে নৌকায় করে মরদেহ উদ্ধার করে পাড়ে নিয়ে আসে স্থানীয়রা।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ১নং মদনখালী স্লুইস গেটে বন্ধুদের সঙ্গে গোসলে নামে ফারদিন।  স্লুইস গেটে সংলগ্ন রেলিং এর উপর থেকে পানির স্রোতের উপর বেশ কয়েকটি লাফ দিয়ে দেয় ফারদিন ও ফেরদৌস। একপর্যায়ে পানির স্রোতে হাবুডুবু থেতে দেখে স্থানীয়রা বাশ ও দড়ির সাহায্যে  ফেরদৌস কে উদ্ধার করতে পারলেও ফারদিন পানির স্রোত ফারদিন তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও ফারদিনকে উদ্ধার করতে না পেরে অভিযান বন্ধ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ফারদিনকে খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজের পর থেকে গত দুদিন ১নং মদনখালী স্লুইসগেট টি বন্ধ করে দিন রাত লাশ উদ্ধারে চেষ্টা করা হয়। রাতে স্লুইসগেট সংলগ্ন নদীর চারপাশে বড় বড় লাইট জালিয়ে নৌকা নিয়ে খুজতে থাকে তারা।অবশেষে রাত ১টার দিকে মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

নিখোঁজ ফারদিন শহরের কমলাপুর বালির মাঠ এলাকার সিরাজুল ইসলামের  ছেলে। সে সরকারি ইয়াছিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft