বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
সাটুরিয়ায় গরু চুরির ঘটনায় চার পুলিশকে প্রত্যাহার
মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন

মানিকগঞ্জের সাটুরিয়ায় গরু চুরির ঘটনায় দ্বায়িত্ব পালনে অবহেলার কারণে পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার (৩ জুলাই) দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক আল আমিন ও জালাল উদ্দিন। অপর দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল দোলন ও হালিম।

জানা যায়, জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকায় গত ২৬ জুন রাত ১০ টার দিকে নিফাজ উদ্দিনের বাড়ীতে ৪ টি গরু চুরি হয়। ওই গ্রামে একই সময় রহিম উদ্দিনের বাড়ী থেকে আরো ৩ টি গরু চুরি হয়। এদিকে (২৮ জুন) বালিয়াটি ইউনিয়নে আলতাফ হোসেন নামের আরো এক কৃষকের বাড়ী থেকে দুটি গরু চুরি হয়েছে। নিফাজ উদ্দিন বাদি হয়ে (২৮ জুন) অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারনে সংশ্লিষ্ট ইউনিয়নের বিট-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দীন ও টহল পুলিশের দ্বায়িত্বরত এসআই আল আমিনসহ দোলন ও হালিম নামের দুই কনস্টেবলকে গত ১লা জুলাই রাতে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব আলম বলেন, উপজেলার তিল্লী ইউনিয়নে গরু চুরি ঘটনায় দ্বায়িত্ব পালনে অবহেলার কারণে পুলিশ সুপার মহোদয় দুই এসআই ও দুই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান বলেন, সাটুরিয়া থানার সাব ইন্সপেক্টর আল আমিন, কনস্টেবল দোলন ও কনস্টেবল হালিম পহেলা ২৬ জুন রাতে তিল্লী ইউনিয়নে টহল ডিউটিতে ছিলো। আর ওই ইউনিয়নের বিট পুলিশিং অফিসার হচ্ছেন সাব ইন্সপেক্টর জালাল উদ্দীন। তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft