প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ২:৩১ অপরাহ্ন
সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ এর প্রজ্ঞাপন প্রত্যাহার,বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন সুপার গ্রেড ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আজ বুধবার ক্লাস ও পরীক্ষা বর্জনসহ অর্ধ দিবস সর্বাত্মক কর্মবিরতির দ্বিতীয় দিন কাটিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা।
শিক্ষকরা একাডেমিক ভবনের সামনে বেলা বারোটা থেকে একটা পর্যন্ত অবস্থান কর্মসূচিও পালন করেছেন গত দুদিন।
ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে অচল অবস্থার মধ্যে পড়ে সেশনজটে পড়ার আশংকা করছে সাধারণ শিক্ষার্থীরা। জানা যায় সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ এ অন্তর্ভুক্তি নিয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে দাবী মানা হলেই কেবলমাত্র তারা কাজে যোগদান করবেন।