প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১:৫৪ অপরাহ্ন
কক্সবাজারে টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দুই জনের মৃত্যুসহ কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটা এবং বুধবার ভোর চারটার দিকে জেলার উখিয়ার আট ও ১১ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, ক্যাম্প-১১-এর এফ-১ ব্লকের মো. আনোয়ার হোসেন এবং টেকনাফের লেদা এলাকার স্থানীয় শিশু সিফাত।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন জানান, ভারী বর্ষণে পাহাড়ের ওপরে থাকা শেল্টার ধসে ক্যাম্প-১১-এর বাসিন্দা আনোয়ার হোসেন ভোর চারটার দিকে মাটিতে চাপা পড়ে নিহত হয়। এর আগে ক্যাম্প-৮ (ইস্ট) ৪১ ব্লকে সিফাত নামের এক কিশোর রাত আড়াইটার দিকে মাটি চাপা পড়ে নিহত হয়।
নিহত সিফাত টেকনাফের লেদা থেকে এখানে তার মামার ঘরে বেড়াতে এসেছিল বলে জানান ওসি শামীম হোসেন।
উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
কাপ্তাই লেকে পানির সঙ্গে বাড়ছে বিদ্যুতের উৎপাদনকাপ্তাই লেকে পানির সঙ্গে বাড়ছে বিদ্যুতের উৎপাদন
এর আগে গত ১৯ জুন ভোরে জেলার উখিয়া উপজেলার বালুখালী পানবাজার ও হাকিম পাড়া ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশি ও আট রোহিঙ্গাসহ ১০ জন নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন, বিধ্বস্ত হয় বেশ কয়েকটি ঘরবাড়ি।