মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
যশোরের লেবুতলা থেকে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন করা সিন্ডিকেটের ২ সদস্য আটক
যশোর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৬:১৫ অপরাহ্ন

রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন করা সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে যশোরের সদর উপজেলা প্রশাসন। 

আটকৃতরা হলেন- লেবুতলা ইউনিয়ন পরিষদের  উদ্যোক্তা গহেরপুর শ্যামল কুমার বিশ্বাসের ছেলে বিশ্বাস শুভ ও তার সহযোগী লেবুতলা গ্রামের উদ্দিনের ছেলে রাহাত হোসেন নিশাত। 

যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার রিপন বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে তিনি লেবুতলা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের রুমে অভিযান চালান সেখানে যেয়ে কম্পিউটারে দেখতে পান তাদের কম্পিউটার থেকে টেকনাফ চট্টগ্রাম ফরিদপুর কুমিল্লা কক্সবাজার মানিকগঞ্জ পাবনা সহ দেশের বিভিন্ন জেলার নাগরিকদের নিবন্ধন রেজিস্ট্রেশন করা কাগজপত্র। 

উপজেলা নির্বাহী অফিসার জানান শনিবার রাতেই তারা প্রায় ২ শতাধিক ব্যক্তির জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন সম্পন্ন করে। 

জিজ্ঞাসাবাদ কালে এই দুই উদ্যোক্তা কোন সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাদেরকে পুলিশে সোপর্দ  করা হয়। 

রোববার দুপুরে লেবু তলায় ইউনিয়ন পরিষদ এলাকায় সরজমিন তদন্তকালে বেরিয়ে আসে ভয়ংকর সব তথ্য। নাম প্রকাশ অনিচ্ছুক লেবুতলা ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান ইউনিয়নের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনের  সহযোগিতা প্রায় তিন কোটি টাকার চুক্তিতে এই দুই উদ্যোক্তা টেকনাফের রোহিঙ্গা সহ দেশের বিভিন্ন এলাকার মানুষের জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করে আসছিল। 

যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস জানান প্রতিটা ইউনিয়ন পরিষদের প্রতি মাসে ৩৫ জনের জন্ম নিবন্ধনের টার্গেট থাকলেও চলতি জুন মাসে লেবুতলা ইউনিয়ন পরিষদ থেকে প্রায় সাড়ে ৫শ জনের জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। 

লেবুতলা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর ওহাব জানান চলতি মাসে তাদের টার্গেট পূরণ হতে চারজনের রেজিস্ট্রেশন বাকি ছিল। শনিবার সরকারি ছুটি থাকায় রাতে শুভাশিস বিশ্বাস শুভ বাকি চারজনের জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে তার কাছ থেকে ওটিপি নাম্বার নেই। এরপর ওই ওটিপি নাম্বার ব্যবহার করেই তারা প্রায় আড়াইশো জনের জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন সম্পন্ন করে। 

যশোর সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সচিব আব্দুল ওহাব বাদী হয়ে এই দুই উদ্যোক্তার বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় মামলা করেছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft