প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৬:২৭ অপরাহ্ন
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন এলাকা থেকে ৫০ হাজার বাগদা ও গলদা চিংড়ির রেণু জব্দ করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। পরে জব্দকৃত রেণু নদীতে অবমুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোলা সদর মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর ভোলার খাল সংলগ্ন এলাকা থেকে এসব চিংড়ির রেণু জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়ির রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
এছাড়া এ ঘটনায় জড়িত রাশেদ নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার এসআই জুয়েল ও সঙ্গীয় ফোর্স এসআই হাসান।