প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৩০ জুন, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম্য সালিশে প্রবাসী যুবক আব্দুল খালেক টিংকুকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া জয়নাল হাজীর টোলা গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন হয়।
প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে নিহত আব্দুল খালেক টিংকুর গ্রামের দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন আব্দুল খালেক টিংকুর বাবা ও মা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ জুন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি গ্রাম্য সালিশের মধ্যেই প্রবাসী আব্দুল খালেক টিংকুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করছে না। এমনকি হত্যাকারীরা এখনও নিহতের পরিবারকে বিভিন্ন হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে।
এসময় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানায় গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত প্রবাসী আব্দুল খালেক টিংকুর বাবা তোফাজ্জুল হক, মা দুলালী বেগম, স্ত্রী রাহাতুল জান্নাত রিয়া, বোন লিমা খাতুনসহ অন্যান্যরা।