বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
নাটোরে প্রবাসীর স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৩:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৩০ জুন, ২০২৪, ৫:২৬ অপরাহ্ন

নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী হত্যার ঘটনায় মামলার মূল আসামি মোঃ জাকির হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার(২৯ জুন) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ রোববার(৩০ জুন) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে শনিবার (২৯ জুন) সকালে উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিউলি বেগম একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। 

গ্রেপ্তারকৃত আসামি মোঃ জাকির হোসেন (৩৫) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গচিয়া এলাকার মোঃ বিলাল মিয়ার ছেলে।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুবাই প্রবাসী মো. সোহানুর রহমান শুভ'র স্ত্রী মোছা. শিউলি খাতুন (২৩) প্রায় এক একমাস আগে গাজীপুর জেলার কোনাবাড়ী তার বোন সোনালী খাতুনের ভাড়া বাসা বেড়াতে যায়। সেখানে আসামি জাকির হোসেনের সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। গত ২৬ জুন আসামি মো. জাকির হোসেন পরকীয়া প্রেমের সূত্র ধরে গাজীপুর থেকে ট্রেন যোগে নাটোরের লালপুরে ওই নিহত গৃহবধূর বাড়িতে মামা পরিচয়ে বেড়াতে আসে। নিহত প্রবাসীর স্ত্রীর সঙ্গে টাকা পয়সাসহ বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এ বিষয় নিয়ে দুজনের কাটাকাটির এক পর্যায়ে আসামি ভিকটিমের গলায় ওড়না পেচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ভাই মো. রফিকুল ইসলাম (৩৪) লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, পরে নাটোর জেলা পুলিশের অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকস টিম যৌথ অভিযান পরিচালনা করে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে মামলার মূল আসামি জাকির হোসেনকে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে এক জোড়া রুপার নুপুর, একটি স্বর্ণের চেইন, একটু স্বর্ণের নাকফুল, জোড়া কানের দুল এবং রুপার একটি আংটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft