প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৪:২১ অপরাহ্ন
সময়ের আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পর্কে চমকপ্রদ তথ্য জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান বিনয় সরকার অনাদি।
চেয়ারম্যান বিনয় সরকার অনাদি আজ শুক্রবার বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহাপুর ইউনিয়নের বৈরাগীরটোল গ্রামে সাভানা ইকো ও ন্যাচারাল পার্ক তৈরি করতে গিয়ে কারো কোনো জমি জোরপূর্বক দখল করেননি। তিনি কাউকে জমির দাম কম দেননি বা হয়রানি করেননি। তিনি জমির মূল্য পরিশোধ করেছেন মিউটেশান দেখে। কতিপয় অসাধু লোক তার সম্পর্কে অপপ্রচার করেছেন। তার টাকার উৎস কি তা আমার জানা নেই। তবে তিনি জমির বাজার দরের চেয়ে বেশী অর্থ প্রদান করেছেন বিক্রেতাদের। সাভানা ইকো ও ন্যাচারাল পার্ক নির্মালকালে জমি ক্রয়কালে বা অন্য কোনো কারনে সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পর্কে কেউ আমার কাছে অভিযোগ করেনি বা আমার সাথে আলাপও করেনি। একশ্রেণির জমির দালাল আছে তারা বেনজির আহমেদের কাছ থেকে লাভবান না হতে পেরে এখন কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। সাভানা পার্কের সাথে হারান বিশ্বাস নামে একজনের জমি ক্রয়ের প্রস্তাব করেছিলেন বেনজির আহমেদ। কিন্তু হারান বিশ্বাস জমি বিক্রি করতে অসম্মতি জানালেও সাবেক আইজিপি বেনজির বা তার লোকজন তাকে কিছুই বলেননি বলে আমি জানি। প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ হলেও হারান বিশ্বাসের জমি বাদ দিয়েই সাভানা পার্ক গড়ে উঠেছে।
নিরন্জন বালা (৬০) নামে অপর একজন বলেন, বেনজির সাহেবের কাছে আমি জমি বিক্রি করেছি। তিনি আমাকে সঠিকভাবে জমির মূল্য পরিশোধ করেছেন।