প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৩:০৩ অপরাহ্ন
রৌমারীতে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরধরে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের নারী ও পুরুষসহ প্রায় ১০ জন আহত হয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
আহতদের মধ্যে ১জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১টার দিকে উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাউয়ারচর গ্রামের আব্দুল খালেকের সাথে র্দীঘ দিন থেকে লুৎফর রহমান এর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে ওই লুতফর রহমান সীমানা ঘেষে ঘর তুলতে ছিলো। এতে আব্দুল খালেকের মেয়ে বিউটি বাধা দিলে তাদের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের লোকজন রক্তাক্ত জখম হয়। আহতরা হলেন, বিউটি (৪০), রাব্বি (১৭), লিপি (৪০), রেনা (৪০), ময়নুল (৩৪), মারসাফি (১৭), বলক খাতুন (৫৫)সহ ১০জন। আহতদের মধ্যে ১জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, এ পর্যন্ত কেউ অভিযোগ করেনি।