প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ২৩ জুন, ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সহায়তা সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান কার্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।
আজ রোববার (২৩ জুন) বিমান থেকে ছোড়া গোলা ভূখণ্ডটির উত্তরে গাজা সিটিতে সংস্থাটির মূলফটকে আঘাত হানে। এতে কয়েকজন ফিলিস্তিনি আহত হয়। গাজায় আসা আন্তর্জাতিক মানবিক সহায়তা এই স্থাপনাটিতে মজুত রাখা হয় এবং পরে বিতরণ করা হয়।
গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল অভিযানে বাস্তুচ্যুত শত শত বাসিন্দা এ সময় স্থাপনাটির ভেতরে ছিল। ঘটনাস্থলে থাকা একজন ফিলিস্তিনি নারী সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, তিনি অনেক মৃতদেহ দেখেছেন এবং তার দুই শিশু হামলায় আহত হয়েছে।
চলতি মাসের ৬ তারিখ জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েল বিমান হামলা চালায় যাতে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়ে ছিলেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন মধ্য গাজার ওই স্কুলে হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা জাতিসংঘের যে স্কুলে হামলা করেছে সেটি 'হামাসের কম্পাউন্ড' হিসেবে গড়ে উঠেছিল।
স্থানীয় সাংবাদিকরা বিবিসিকে বলেছেন, একটা ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নুসেইরাত শরণার্থী শিবিরে স্কুলটির উপরের তলায় দুটি রবেট ছোড়া হয়। হামাসের মিডিয়া অফিস ইসরায়েলের এ হামলাকে “বেপরোয়া হত্যাকাণ্ড” বলে অভিযুক্ত করছে।