প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ন
মাদারীপুরের কালকিনিতে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (২২ জুন) রাতে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ জাকির হোসেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম সোহেল সরদার।সে উপজেলার গোপালপুর এলাকার আব্দুল হাকিম সরদারের ছেলে।
অভিযানে উক্ত মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ডের পাশাপাশি এক হাজার টাকাও জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ জাকির হোসেন জানান,"কালকিনি উপজেলা নিবার্হী কর্মকর্তা উত্তম কুমার দাশের সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সহ একজনকে আটক করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৯(১)(খ) ধারা লঙ্ঘনের দায়ে আটককৃত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে উক্ত আইনের ৩৬(১) ধারার বিধান মতে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।"
উপজেলাবাসীর সার্বিক কল্যাণে প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ জাকির হোসেন।
কালকিনি থানা পুলিশের সদস্যরা উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন।