বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
বাড়ছে যমুনার পানি, সিরাজগঞ্জে বন্যার আশঙ্কা
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ গত ৫দিন যাবত বাড়ছে। ফলে চরাঞ্চলের নিম্নভূমি তলিয়ে যাওয়ায় কৃষকের ফসলের ক্ষতি হচ্ছে। কাঁচা রাস্তা তলিয়ে যাওয়ায় চলালেও ব্যাহত হচ্ছে।

অন্যদিকে পানি বাড়ায় যমুনার অরক্ষিত অঞ্চল কাজিপুরের চরাঞ্চল, সদরের কাওয়াকোলার চর, শাহজাদপুরের কৈজুরী-পাচিল এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন ও বন্যা আতঙ্কে দিন পার করছে যমুনার পাড়ের মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুত্র বলছে, শনিবার সকালে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে যমুনার পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ মিটার। গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা- ১২ দশমিক ৯০ মিটার)। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার পাঁচটি উপজেলার চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হয়ে পড়েছে। অনেকের বসতভিটার চারপাশে পানি থইথই করছে। একারনে চলাচলেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

এছাড়াও পানি বাড়ায় ভাঙ্গনের কবলে পড়ে শতশত হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অনেকস্থানে বসতভিটা নদীগর্ভে চলে যাচ্ছে। এতে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়ছে।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, যমুনা নদীর পানি আরো তিনদিন বাড়তে পারে। এতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত পারে। এ কারনে ছোট বা মাঝারি বন্যা হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft