মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
বাড়ছে যমুনার পানি, সিরাজগঞ্জে বন্যার আশঙ্কা
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ গত ৫দিন যাবত বাড়ছে। ফলে চরাঞ্চলের নিম্নভূমি তলিয়ে যাওয়ায় কৃষকের ফসলের ক্ষতি হচ্ছে। কাঁচা রাস্তা তলিয়ে যাওয়ায় চলালেও ব্যাহত হচ্ছে।

অন্যদিকে পানি বাড়ায় যমুনার অরক্ষিত অঞ্চল কাজিপুরের চরাঞ্চল, সদরের কাওয়াকোলার চর, শাহজাদপুরের কৈজুরী-পাচিল এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন ও বন্যা আতঙ্কে দিন পার করছে যমুনার পাড়ের মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুত্র বলছে, শনিবার সকালে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে যমুনার পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ মিটার। গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা- ১২ দশমিক ৯০ মিটার)। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার পাঁচটি উপজেলার চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হয়ে পড়েছে। অনেকের বসতভিটার চারপাশে পানি থইথই করছে। একারনে চলাচলেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

এছাড়াও পানি বাড়ায় ভাঙ্গনের কবলে পড়ে শতশত হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অনেকস্থানে বসতভিটা নদীগর্ভে চলে যাচ্ছে। এতে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়ছে।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, যমুনা নদীর পানি আরো তিনদিন বাড়তে পারে। এতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত পারে। এ কারনে ছোট বা মাঝারি বন্যা হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft