বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
নাটোরে বাস চলাচল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: একজন গুলিবিদ্ধসহ আহত ৬
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

নাটোরে বাস চলাচলকে কেন্দ্র করে মালিক সমিতির দু-পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২১ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরের হরিশপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুইজনকে গুরুতর জখম অবস্থায় নাটোর সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহতরা হলেন-মো. আবুল হোসেন(৪৫), মো. সুরুজ মিয়া(৪০), কিরন হোসেন (৫০), মমিনুল ইসলাম হিমেল(২৯), মো. খোকা(২৮) এবং গুলিবিদ্ধ সুবেল(৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাস চলাচলকে কেন্দ্র করে মালিক সমিতির দু-পক্ষের মধ্য মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আরপি রোকেয়া পরিবহনের মালিকের ফাতিজা সুবেল গুলিবদ্ধসহ মালিক সমিতির মাষ্টার কিরনসহ আরও পাঁচজন গুরুতর জখম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধসহ আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধসহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাসিরুল রহমান খান চৌধুরি এহিয়া বলেন, নাটোরে সাড়ে ৩০০ বাস মালিক রয়েছেন। এর মধ্য রাজকীয় বাসের মালিককে একক ভাবে ১৫ গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়। তারপরও তার ২০ টি গাড়ি সড়কে চলাচল করে। এ বিষয়ে তাকে বলা হয়, আরও বাস মালিক রয়েছে তাদেরকে সুযোগ-সুবিধা দেওয়া হোক। এরপর তিনি ক্ষিপ্ত হয়ে তার বাহিনী দিয়ে এ হামলা চালায়। এ হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। আমরা এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দাবী করছি।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি (তদন্ত) আবু রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দু-পক্ষের দ্বন্দের কারণে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ  পাইনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft