বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
কুয়েতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪১
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ন

কুয়েতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

মূলত, আগুন লাগা ভবনটিতে থাকতেনই প্রবাসী কর্মীরা।

কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে, ভবনটিতে প্রায় ১৬০ জন বসবাস করতেন। তারা সবাই একটি কোম্পানির কর্মী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, কুয়েতের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ। এই ট্র্যাজেডির জন্য ভবন মালিকের লোভ ও অবহেলাকে দায়ী করেন তিনি।

শেখ ফাহাদ বলেন, দুর্ভাগ্যবশত, রিয়েল এস্টেট মালিকদের লোভ থেকেই এ ধরনের ঘটনা ঘটে।

কুয়েত টাইমস জানিয়েছে, ভবনটির মালিকের পাশাপাশি নিরাপত্তাকর্মী এবং যে কোম্পানির কর্মীরা সেখানে থাকতেন, সেটির মালিককেও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন উপ-প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার (১২ জুন) সকালে দেশটির দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ এলাকার ভবনটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

ওই এলাকায় বহু প্রবাসী বাংলাদেশি কর্মরত। এ দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft