প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৭:৪১ অপরাহ্ন
জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনসচেতনতা বদ্ধির লক্ষ্যে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আইন অনুষদের ডিন ও তথ্য অধিকার কমিটির সভাপতি ড. মো: রাজিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ও ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: মোবারক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। কারণ আওয়ামী লীগ সরকারের হাত ধরে বাংলাদেশে তথ্য অধিকার আইন প্রণীত হয়। গণতান্ত্রীক পরিবেশ বজায় রাখার জন্য অবশ্যই তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে। তবে তথ্যের ব্যবহার, তথ্য প্রচার বিষয়ক সচেতন হতে হবে। এমন কোনা তথ্য বিভ্রান্তীমুলক প্রচার করা যাবে না, বিশেষ করে সামাজিক যোগাযাগ মাধ্যমে, যাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
সভায় সঞ্চালনা করেন সহকারী জনসংযোগ কর্মকর্তা মো: হারুন অর রশিদ।
এর আগে একই স্থান অংশীজনের অংশগ্রহণে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা-২ অনুষ্ঠিত হয় বলে বশেমুরবিপ্রবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তী দিয়ে জানিয়েছে।