বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
নাটোরে ঘর পাচ্ছে আরো ৩৯৫ পরিবার
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন

৫ম পর্যায়ে নাটোর সদরে ২য় ধাপে  ভূমিহীন ও আশ্রয়ন প্রকল্পের ৩৯৫ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছেন ঘর।

গতকাল রোববার (৯ জুন) বিকেলে নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসময় উপস্থিত ছিলেন- নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি রফিক আহম্মদ বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম কামাল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক সুফি সান্টু, বিটিভির জেলা সংবাদদাতা জালালউদ্দিনসহ জেলায় কর্মরত গণ্যমাধ্যম কর্মীরা।  

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নাটোর সদর উপজেলায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ধাপে মোট ১১৩৯টি গৃহ নির্মিত হয়েছে। এরই ধারাবাহিকতায়  আগামী ১১জুন নাটোর সদর উপজেলায় ৫ম পর্যায়ে ২য় ধাপে নির্মিত ব্যারাকে ১৯২ আশ্রয়ন প্রকল্পে ১৫০ টি ঘর উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে ১ লক্ষ ৭৫ হাজার প্রতিটি ঘড় নির্মান ব্যয় ধরা হয়েছিল বর্তমানে নির্মান ব্যয় ধরা হয়েছে ৩ লক্ষ ৪ হাজার ৫শ টাকা করে।  

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প ‘আশ্রয়ণ-২’-এর আওতায় পঞ্চম ধাপে আরও ১৫০ গৃহহীন ও ভূমিহীন ঘর পাচ্ছেন। আগামীকাল ১১ জুন মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘরের  দলিল, নামজারি, সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft