প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৬:২১ অপরাহ্ন
“বাল্য বিবাহ নিরোধ ঘন্টা” উদ্ভাবনী উদ্যোগের আওতায় মেহেরপুরে স্কুল পর্যায়ে সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ও মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচী পালন করে মহিলা বিষয়ক অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।
সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিছুজ্জামান, মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রওশন আরা খাতুন।
এসময় নিজেও বাল্য বিবাহ করবো না, অন্য কারো বাল্য বিবাহ হলে আমরা সকলে মিলে প্রতিরোধ করবো। এছাড়াও কোথাও বাল্য বিবাহ সঙ্ঘটিত হলে ট্রিপল নাইন বা ১০৯ এ কল দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা রাখবো বলে শপথ পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।