প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১:২৮ অপরাহ্ন
জেলা শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাজিদ হোসেন (১৮) হঠাৎ করেই বন্ধুদের কাছে ফোন করে ক্ষমা চান গতকাল সোমবার। এরপর রাতে বন্ধুরা ফোনে কল দিয়ে না পেয়ে সাজিদের বাসায় যায়। সেখানে গিয়ে জানালা দিয়ে সাজিদকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। ওই মর্মান্তিক দৃশ্য দেখে পুলিশে খবর দেয় তারা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাজিদ হোসেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের সফিকুল আলমের ছেলে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান জানান, মা মারা যাওয়ার পর থেকে সাজিদ খালার কাছে থেকে বড় হয়। চাকরী সূত্রে খালা ও বাবা বাইরে থাকার কারনে সাজিদ একাই ওই বাড়িতে থেকে লেখাপড়া করতো। সন্ধ্যায় সে ফোন করে বন্ধুদের কাছে ক্ষমা চায়। পরে তার বন্ধুরা বাসায় গিয়ে ঘরের জানালা দিয়ে তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। এটি আত্মহত্যা না কি হত্যা তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।